সেদিন ছিল সুদিন বড়
গোলা ভরা ধান,
দুর্দিন এলো সঙ্গে ঝড়ো
অসতের উত্থান ।
আকাশ নীলে পাখি নেই
শূন্য আসমান,
নদীর জলে মাছ নেই
বিষ্ঠা ভাসমান ।
ধানের মাঠে জমিন ফাটা
বর্ষা ক্ষীয়মাণ,
রাতের আঁধার যম কাঁটা
জ্যোৎস্না ম্রিয়মাণ ।
ঋতুর বালাই হারিয়ে গেছে
যখন খুশী বৃষ্টি,
মানুষ এখন শিখে গেছে
জাল মানুষ সৃষ্টি ।
এখন মানুষ বেশী করে
ঈশ্বরে দেয় দান,
ধর্মের নামে কর্ম করে
জীবের নাই মান ।
বুজবে কবে মানুষ দল
হারিয়ে গেছে বল,
এখন মিছে প্রাণ চঞ্চল
অহঙ্কারের ছল ।
আবার যেদিন এই পৃথিবী
হবে শান্ত শিষ্ট,
প্রকৃতি ফিরে পাবে সব-ই
অসৎ হবে পিষ্ট ।