আমার কষ্ট কল্পনার অদুরেই
তুর রোমান্টিক আল্পনা ভ্যানিস,
ডুব সাতারে ভেসে আসে
রক্ত চক্ষুর বিরম্বনা
বিষাদ সুরের জল্পনা
সহিংস প্রতিশোধের ফিনিক্স ।
ঝাউ বনের ওপাড়ে তেপান্তরের মাঠে
মেঘ কূয়াশার রসায়ন যেমন যেমন হয়,
ঠিক তেমনি নীল আকাশে
রামধনুর রং মশালে
রূপবতী রূপে দগ্ধ
এক ফালি রোদ রোজ হারাবার ভয় ।