- ১ -
এই যদি তুর স্ব্প্ন সফল
আমার তবে সর্বনাশ,
আমার কাছে আমি বেশ্যা
বেশ্যা পুরো সমাজ ।
- ২ -
আমার বিক্রিত কলম বিকৃত আজ
নিঃস্ব প্রতিবাদ,
স্লোগানের ভাষা পরিস্রুত, কথার
অন্য ধাঁচ ।
- ৩ -
তোমার সৌম্যরূপে মুগ্ধ নয়ন
রিক্ত হস্তে ভক্ত ভজন,
রোধির জোয়ার থামবে যেদিন
দদ্ধ হৃদয়ে থামবে দহন ।