লড়াইয়ের ময়দানেই যখন আরেকটা যুদ্ধের দামামা বাজে কানে
লড়াই তখন আপেক্ষিক হয়ে যায়, যেমনটা আমার এখন ,
পৃথিবীর এক কোনে কোন এক কুয়োর ব্যাঙে অস্তিত্বের দিশায়
নিজস্ব ঘরানার থালা-বাটি যেমন বাঁজায় ; অথবা হাসে বিলক্ষণ ।
প্রকৃতি আর মানুষের লড়াইয়ের মাঠ, কয়েকটা আকাশের পরিসীমা ছেড়ে
সুনামি আর জলোচ্ছ্বাসের আনুমানিক বার্তা হারায় ইথারের মেঘাহার্জে ,
তোমার আমার দুরত্ব, পরিনতির অবকাশ আর সম্পর্কের বেড়াজাল
বেঁচে থাকে দুর্যোগ - মহামারীর ঘনত্বে এবং মোবাইলের রিচার্জে ।