লিখতে বসে কলম চিবোই
পড়তে বসে ঘুমোই,
লেখা পড়া হয় না আমার
সাজ সরঞ্জাম শুধুই,
কলম দানিতে কলম প্রচুর
বুকশেলফে বই,
চেয়ার টেবিল পাতা-ই থাকে
বৃথা-ই হৈ চৈ ।
লিখব বলে যখন চোখ খোলে
চারি পাশে তাকাই,
চোখ থেমে যায় গলির মোড়ে
ব্যস্ত ত্রস্ত সবাই,
দেখে রক্ত চোয়াল শক্ত ভয়ে
পিছন ফিরে যাই,
কাজ নেই আমার লেখা পড়ায়
এমনিই দিন কাটাই ।
তোমরা যখন মত্ত তখন
আমার চিত্ত কাঁদে
তোমরা যখন নৃত্য কর
আমার পিত্তি রাঁধে ।
বেফাঁস কথার অভিধানের
মস্ত এখন চাহিদা,
খেলাপ কথার বাজার ভালো
বিলাপ গানে নেই সুধা ।
দিব্যজ্ঞানের পরিসংখ্যানে
লক্ষ কোটির হিসেব,
পিদিম বাতির দেখা নেই
ঝার বাতির আক্ষেপ ।
পাহাড় ডিঙিয়ে জাহাজ আসে
সাগর সেঁচে মাছরাঙা,
মঙ্গলে যায় পাঁচ টাকায়
গরুর দুধে হয় সোনা ।
হংস যুগল অক্সিজেন দেয়
অশ্বডিম্ব দেয় ঘোড়া,
মহাভারতের ইন্টারনেটে
কুরুক্ষেত্র দেখে ওড়া ।