( ১ )
আমি জানি ঈশ্বর খুউব জ্ঞানী
আবার এও জানি
আমি ঢের বেশী জ্ঞানী,
কেননা ঈশ্বর আমার ......।
( ২ )
আমার বাবা আসার কথা
রক্তমাখা পায়ে হেঁটে,
এখন কেন আনলে তোমরা
সাদা কাপড় কফিন ঢেকে ?
বেশ কিছুদিন খায়নি বাবা
হয়নি দেখা সুর্য,
আমার পরশ পাবে বলেই
সব করেছে সহ্য ।