দুর আকাশে একটা শকুন
মেঘের দেশে বসবাস,
মেঘদুলালীর আপ্যায়নে
রঙীন স্বপ্নের সহবাস ।
এক ঝাক কাক ঐ
আকাশ কালো দেখে,
করে কাঁ কাঁ হৈ চৈ
রাতের কালো মেখে ।
এক ঝাক শালিকের
কিঁচির মিচির সার,
ঠন্ ঠন্ আঙিনায়
ধুলো মাটি একাকার ।
ঘাস ফড়িং তিড়িং তিড়িং
ঘাস শিশিরে ভেজা,
ঘাস ফুল কথা কয়
সোনার রশ্মি সোজা ।