ট্ং ঘরে পায়রা করে
বক বকম্ বক বকম্
বঙ্গ ঝড়ে ঝরে পরে
নীল গগন অন্য রকম ।
দানা নেই ডানা নেই
শুধুই জল শুধুই ফল
হাড় পিত্ত যাচ্ছে জ্বলে
হা-হুতাশ নিস্ফল ।
আকাশেতে নেই দাগ
নেই বেড়া জলে,
মাটির মানুষ মাটিতে
মাটি আঁকড়ে চলে ।
জ্বলছে আগুন এপার ওপার
মধ্যিখানে সীমানা,
এপারে পুড়ছে রহিম
ঐ পারে রাম কানা ।