আবুডি বাবুডি খেলব না আর কবাডি
ঠ্যাং ধরে দেয় টান,পেড়িয়ে যাই গণ্ডি
হা ডু ডু ডু , হা ডু ডু ডু পাঠ করি চণ্ডী
দেহটা পার করলেও ধরে রাখে মুণ্ডি ।
আবুডি বাবুডি খেলব না আর কাবাডি
কায়দা করে ফায়দায় টেনে ধরে দণ্ডি,
হা ডু ডু ডু , হা ডু ডু ডু পাঠ করি চণ্ডী
দম ফুরিয়ে হার মানি তবু টানে পাষণ্ডী ।