জীবন যেখানে থেমে যায়,
এপিটাফের সৃষ্টি নতুন পৃথিবীর
জীব জন্তু জানোয়ার
আকাশ বাতাস জল
নদী পাহাড় তল
চেনা হয়ে গেছে আমার গতবছর ।
বিবর্ণ পৃথিবীর নৈসর্গিক রূপ
দেখা হয়ে গেছে মহাশূণ্যের ওপার
যেখানে তোমার আমার বিভেদের পাহাড়
ধুয়ে মুছে সাফ হয় বারে বার,
অনন্ত নীলের সুখ সিংহাসন অপেক্ষায় অবিরত
ভাগাভাগি টানাটানির হয় তিরস্কার
মোক্ষ মোহের দরবার অমলিন অবিকার
এ এক দারুন অনুভূতির নিদারুন অহংকার ।
গতবছর এমনি দিনে অসহায় লগনে
দেখেছিলেম তোমার করুণ হৃদয়
শোনেছিলেম হাহাকার
অবলা প্রানীর সজল নয়নে সম্প্রতির ধিক্কার
দেখেছিলেম হিমবাহের গলন
ধ্বংসস্তুপের মধ্যিখানে আবার ধ্বংসের হুঙ্কার ।
বিষুব রেখায় বসবাস বেশীদিন টেকেনি আমার
চেনা হয়ে গেছে পৃথিবীর এপার ওপার,
সমাধিতে ফুল দিও যতদিন থাকে এপার
ওপারে এসো বসতি দেবো বিস্তৃত বিতৃষ্ণার ।