ঘুড়ি চেন, ঘুড়ি!
আকাশে উড়ে, ডানা নেই
পাখা নেই তবুও পাখি।
আকাশের ঠিকানা লেখা থাকে কপালে
জন্মানোর ভাবনা কিংবা তারও
আগের কুষ্টিতে।
ছোট ছোট বাড়িঘর দোকানপাট
বড় বড় বনষ্পতি
বড় হয় সন্ধ্যেবেলায় ;
ঘরের কোণে রাত কাটিয়ে
সকালের স্মৃতিচারণ
-' কাল রাতে আমার স্রষ্টা
মার খেয়েছে প্রচুর বউয়ের হাতে। '
বাতাসের গল্প বাতাসেই হারায়
ডোর কেটে খালি পেটে শূন্যে পালায়।
হাত পা ভাঙা আহত ঘুড়িটাকে
দামাল অনন্ত ঘরে এনে শুশ্রূষা করে,
পরের দিনে আবার স্মৃতিচারণ
"কাল রাতে, ডাক্তারের মা খুব কেঁদেছেন,
জানিনা দুঃখে না শৃঙ্গারে "।