ভাঙ্গ্ , ষ্ট্যাচু ভাঙ্গ্ , ভেঙ্গে ফেল্ গুড়িয়ে দে হাত পা ,
মাথার ঘিলু উড়িয়ে দে , পুড়িয়ে দে সব আস্তানা ,
মার্ , মেরে ফেল, বেছে বেছে , রক্তবীজের ঝাড়
ফ্যাসিবাদের অট্টহাসি হাসছে রাজার অহংকার ।
দম্ভে রাজা, ক্ষোভে প্রজা , লোভে নাচছে চাটুকার
ধর্ম কর্ম জাতি নিয়ে নাটক করছে নাট্যকার ,
রাজপথ লাল রক্তে মিছিলে বাঙ্ময় আশা প্রত্যাশা
ছিন্ন ভিন্ন চিহ্ন'রা সব বিচ্ছিন্ন বিদ্রোহের ভাষা ।