এক ফাগুনে দেখেছিলেম রঙ্গিলা তুর ডানা
ফুলপরী জলপরীর মতো রূপের ব্যঞ্জনা ,
দেখেছিলেম চোখের পলক কেশের ঝলক
যেন চাঁদ সুরুজের জ্যোত্স্না রোদের আলপনা ।
সেই ফাগুনে নদীর বুকে ছিলই যেন জোয়ার শুধু
মরুর বুকে বালির সুখে হাসছে যেন মাঠ ধু-ধু ,
দেখেছিলেম বুক তরঙ্গে আলোর সঙ্গে
খেলছে খেলা সারা বেলা ঝরছে মিষ্টি ঝরছে মধু ।
এই ফাগুনে এসে দেখি নাই তুর দেহ নাই নাড়ি
চৈত আগুনে ঝলসা যেন ফুল-বাগান-ঘর-বাড়ি,
কোন শত্তুরে নিল কেড়ে এমন যৌবন রোজগেরে
তার মুখে ছাই মাখিয়ে যাই ঢেকে সকল কেলেঙ্কারী ।
ফাগুন এলেই পরবে মনে কোকিল যেমন বনে বনে
আগুন রঙা বকুল পলাশ আর আকুল ছিল তুর মনে,
তুই ছিলি সেই কালবৈশেখী, মেঘের বুকে আঁকাবুকি
আজকে তুই বাদল দিনের শীতল হাওয়া দুর গগনে ।