এসো লিখি,
দেশের কথা, দশের কথা পরাণ ভরে
যা কিছু সব চলছে দেশে ভেসে ভেসে
আকাশ বাতাস ভারী করে ।
এসো লিখি,
দেশের কি নাম হবে,
টাকার ছবি কেমন হবে,
কোন খাতে ব্যয় বেশী হবে,
নির্বাচন কোন ধারায় হবে, ইত্যাদি ইত্যাদি ।
এসো লিখি,
কোন দেশে কে রাজা হবে,
কোন দেশে কে জয়ী হবে,
খেলায় কোন দল জিতবে,
মেলায় কেমন লোক হবে,
কে কোন ধর্মের ত্যাগী হবে, ইত্যাদি ইত্যাদি ।
এসো লিখি,
কোন রাজ্যে কার বাস হবে,
কোনটা রাজ্যের নামে হবে,
কোন ভাষা সাংবিধানিক হবে,
কোন মন্ত্রী দল ত্যাগী হবে,
কোন গান রাজ্যিক হবে, ইত্যাদি ইত্যাদি ।
এসো লিখি,
ধর্মগুরু কোন বানী দেবে,
কে কোন ভবিষ্যৎ বলবে,
কে কোন কায়দায় চমকে দেবে,
প্রশাসন কার দায় নেবে,
দেশ কতটা এগিয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি ।
এসো লিখি,
ইতিহাসের কোন পাতায় ছবি
মিথ্যা তথ্যে ঠাসা সব-ই,
কোন প্রতিবেশীর কবি
মরবে অবশ্যম্ভাবী,
গণতন্ত্র কোথায় আজও আজগুবি, ইত্যাদি ।
এসো লিখি,
কোন থানাতে কয়টা ধর্ষণ
অপহৃত মার্ডার ক'জন ,
ক'জন আছে দিব্যাঙ্গ জন,
তৃতীয় লিঙ্গে কয়জন,
বৈচিত্রের দেশে বিচিত্র মন, ইত্যাদি ।
লিখতে শুধু মানা আছে,
প্রধানের দোষ ত্রুটির ওজন,
ভাল-মন্দের বিশ্লেষণ,
লিখবে না কেউ জ্বালাতন,
সংখ্যাতত্ত্বে অভুক্ত জন,
গুনবে না কেউ লাশ দাফন, ইত্যাদি ইত্যাদি ।