এসো বৈশাখ স্বাগত জানাই তোমায়
দুহাত তোলে প্রণাম করি দুরত্ব বজায় ।
হায়রে দুর্ভাগা সময় ! আলিঙ্গন মানা ,
চরণ যূগল থাক তোমার নিরাপদে ঢাকা ।
এসো বৈশাখ স্বাগত জানাই তোমায়
সাদামাটা ডাল ভাত পেট পুরে খায় ।
হায়রে মহামারী ! বাঙ্গালীর খানা ,
পান্তাভাতে ইলিশ গৌরব ইতিহাসে লেখা ।
এসো বৈশাখ স্বাগত জানাই তোমায়
নতুন বস্ত্র গুছানো থাক বিতান সজ্জায় ।
হায়রে দুর্যোগ দিন ! কোথায় কৃষ্টি অর্চনা !
অন্ন বস্ত্র বাসস্থান নয়, অনিশ্চিত জীবন রেখা ।
এসো বৈশাখ স্বাগত জানাই তোমায়
হালখাতা পাশে রেখে আতঙ্কের কান্নায় ।
হায়রে দুর্ভিক্ষ দুর্দিন ! চলছে মৃত্যুর বন্যা
নতুন সকালের আবাহন, বেঁচে থাকা বাঁচিয়ে রাখা ।