একটি মেয়ে রমা'কে নিয়ে
আজকের উপন্যাস,
কথাটি মোটে উঠছে ফোটে
যেন ভক্ত হরিদাস ।
কৃষ্ণের নামে নেচে গেয়ে
মুগ্ধ করে চারপাশ,
কৃষ্ণেরে পূজে কৃষ্ণ নামে
সদাই রয় উদাস ।
এমনি করে এক সময়ে
রটল দেশ বিদেশ,
একটি মেয়ে রমা'কে নিয়ে
গুজবের নেই শেষ ।
মেয়েটি হাসে মেয়েটি কাঁদে
যেমন জীবন ক্লেশ,
অথচ কৃষ্ণ আসেনা তাকে
দিতে সান্ত্বনা-আদেশ ।
তবুও জীবন যাচ্ছে বয়ে
কন্ঠে কৃষ্ণ, রাঁধার বেশ ,
বেলা বয়ে উপোষে না খেয়ে
আরাধনার উন্মেষ,
জল বাতাসা ফুল পাতাতে
রমার আত্ম নিবেশ,
অনাহারে মৃত্যুর দোয়াড়ে
ভক্তি নিষ্ঠার বিশ্বাস,
রমা অকালে যম দুয়ারে
পাড়ি দিল হতাশ্বাস ।
আজও রমার কুঁড়ে ঘরে
চলে ভক্তির বিলাশ,
যায়না দুখঃ ধুপ নৈবদ্যে
অধর্মের হয়না বিনাশ ।
উপর থেকে রমা'রা দেখে
অতিধর্মের গুজব আখ্যান,
এক মুঠো ভাত প্রাণ রাখে
ভক্তি কাড়ে ভক্তের প্রান ।