একটা সূর্য এই পৃথিবীর পুব আকাশে উঠে
সারাটাদিন দেয় আলো রাতেও চাঁদে বটে,
সূর্যটা দেয় আলো খাদ - গিরিখাদ ভুলে
পাহাড় হাসে মেঘ হাসে ঝিকমিক সলিলে,
জোয়ার ভাটা, শীত বর্ষা, প্রাণের স্পন্দন
সৃষ্টি স্থিতির নিশ্চিতি দেয় অপুর্ব বন্দন,
নেই ভেদাভেদ নেই ত বিভেদ সকাল বিকাল
নিষিদ্ধ ঘর বোধ অপরাধ মানুষ উদ্ভিদ মহাকাল।
একটা সূর্য উঠে না আর দেয়না কোন আলো
মরার আগেই মরে গেছে ভুলে সকল ভালো,
জাতি ধর্মের জাতাকলে এখন সে কালো
নিষিদ্ধ সে অস্তমিত অস্তিত্ব হারালো।
তবুও সে নিয়ম করে সকাল সন্ধ্যা ঘটায়,
বিবর্তনের সীমারেখায় প্রতীক্ষায় দিন কাটায়।