একটা পোষ্ট দেখেছিলেম, সারাদিন বিভোরে
হয়নি খাওয়া হয়নি নাওয়া ঘুম গেল দুরে,
গায়ের লোম শিউড়ে উঠল হৃদপিণ্ড ব্যাকুল
পায়ের রক্ত মাথায় উঠল , বাঁচার আর্তি আকুল ;
কি দোষ ছিল জানি না তো ! কোন দোষে দোষী !
বেঘোরে প্রান হারাল, ঘাতকরা হাসছে অট্টহাসি ।
গণ পিটুনি এত নির্মম ! এত অমানবিক !
মানুষ মানুষকে মারে ! দেখে পারিপার্শ্বিক,
বেঁচে থাকার আর্তনাদ গগন ভেদী চিৎকার
আকাশ কাঁদে বাতাস কাঁদে , হাত কাঁপেনা হিংসার ।
অনুক্রমণিকার মানব সভ্যতার বীভৎস লগন
পদদলিত প্রকৃতির দাবানল মৃত্যুর আস্ফালন ।
রাজা নাচে রাজা আছে রাজার আচ্ছাদিত নয়ন
পাপাতঙ্কের বাড়াবাড়ি ধর্মে মানবতার প্রচ্ছন্ন বির্ষজন ।