একটা বিকেল সকাল থেকে সেজে গুজে তৈরী
লম্বা রোদের লম্বা ছায়ে দেখবে প্রেম বৈরী,
ঈশান কোণ ভীষণ কালো আকাশ মেঘে ভারি
হয়নি দেখা মিলনান্তক, বিকেল রোদে আড়ি ।
একটা বিকেল দুপুর থেকে প্রতীক্ষায় উদাসী
বেলাভূমিতে করবে চয়ন ঝিনুক রাশি রাশি,
খেয়ালী প্রকৃতি বড় খামখেয়ালী পটীয়সী
ভাটার কালে জোয়ারের জল রূপ বিধ্বংসী ।
একটা বিকেল সাঁজের আগে পূর্বরাগে মত্ত
অনুরাগে গোলাপ দেবে প্রেয়সীকে অনায়ত্ত,
উজার করে দেবে প্রেম হৃদ -স্পন্দন সমস্ত
অদৃষ্ট নির্দিষ্ট লাজে আজও বিকেল অনাগত ।