একটা ব্যাঙ ঘ্যাঙর ঘ্যাঙ
কূয়োর পারে উল্টে ঠ্যাঙ
বিপদ বুজে হাকছে নাতি
আসছে নাতি খাচ্ছে ল্যাঙ ।
নাতির সাথী হুমরা-চ্যাঙ
দল বেঁধেছে লাখো ব্যাঙ
আঁধার রাতি হাজার বাতি
বিপদ ঘন্টি ঢ্যাঙর-ঢ্যাঙ ।
দাদু নাতির সেপাই ব্যাঙ
যুদ্ধে লাফায় ক্র্যাং ক্র্যাং
আকাশ কালো নেইকো ছাতি
ডাকছে দেয়া প্রিং প্র্যাং ।
সুযোগ বুজে তিনটে ব্যাঙ
শিবির পাল্টে কিশোর গ্যাং
ঘাতকের ...ভক্তি অতি
মারছে ব্যাঙ, মরছে ব্যাঙ ।