এখন, তিন দিগুনে হয় না ছয়
মিছে কেন অঙ্কে ভয়,
হয় যদি'বা এমন হয়
যেমন তিনে তিনে নয় ।
এখন, নদী পাড়ের নেই ক্ষয়
শুধুই দখলদারির জয়,
মরছে নদী বাড়ছে আলয়
যেমন দিনেই রাত হয় ।
এখন, মানুষ হলেই মানুষ নয়
আধার কার্ডে পরিচয়,
মৃত্যুর ওপাড় নেই ভয়
মিলবে রেশন নিশ্চয় ।
এখন, সব কিছুতেই অভিনয়
রাজা করে অনুনয়,
ভোট মিটলেই অবক্ষয়
যত্র তত্র অপচয় ।