একটা আকাশ ছিল
আমার ভাঙ্গা টিনের চালার ওপাড়ে
মেঘে ঢাকা নীলে রাঙা পাখির ডানা - উদাস ;
বাতাস ছিল
আমার বুকে সুখে দুঃখে চারিদিকে
মুক্ত নির্মল সিক্ত উছল পরিমন্ডল - বিভাস ;
রাত ছিল
জ্যোৎস্না মাখা, আঁধারে ঢাকা, নিঃশঙ্ক
লাস্যময়ী, মায়াময়ী, সূর্য উঠার - আশ্বাস ;
আর দিন ছিল
প্রাণোচ্ছল, বিচঞ্চল, বিহ্বল
স্বপ্নময়, ব্যস্ততম, দিগ্বিজয়ের - নির্যাস ;
এখন
আকাশ - বাতাস - রাত - দিন
একাকার, হাহাকারের প্রতিধ্বনির - নিঃশ্বাস ।