বেদনা বিভোর চিত্ত কাঁদে স্বজন হারা শোকে
মধুময় স্মৃতি মালা গাঁথে অবশিষ্ট ঘুর পাকে,
আশার সাগর সিঞ্চন প্রয়াস কবির ভ্রান্তি বিলাস
নির্ঘুম রাত্রির দুঃস্বপ্ন বিভাস সুগত ক্লান্তি উচ্ছ্বাস,
বিদীর্ণ সুসংবাদ বিসংবাদে বিব্রত দ্বন্দ্বে শ্রান্ত
অমোঘ অনুরাগের ছোঁয়ায় মাতাল বিস্তৃত দিগন্ত ।
অমানিশার চাঁদের গায়ে কলঙ্কের আঁকিবুঁকি
পাহাড়ে পাথর গলে সোনালী সুরুজের উঁকি ।
দক্ষিণা বাতাসের মহুয়া কবিতার বাতায়ন
এক গুচ্ছ কথা মালা এক গুচ্ছ সংকলন ।