এক দেশে এক রাজা ছিল
রাজার সোনার মুকুট ছিল,
পোষাক ছিল আশাক ছিল
ছিল পোক্ত সিংহাসন ।
রাজার প্রজা বড্ড পাজি
চায় খেতে সব ভেলকিবাজি,
পারিষদ খায় ডিগবাজি
তবুও রাজার আরোহন ।
হটাৎ রাজা টের পেলো
সন্মুখ পথ ভীষণ কালো,
শিখছে পড়া প্রজা ভালো
তাই রাজার মন উচাটন ।
রাজার দশা তুঙ্গে যখন
জয় কালে ক্ষয় অশোভন,
মহামারী হয় না নিধন
তবে মারী'ই পাড়ের ধন ।
ভাবনার যাঁতাকলে 'মারী
অনিচ্ছার ঘরে বাড়াবাড়ি,
অছিলার ছড়াছড়ি
অবাধের হল নিয়ন্ত্রন ।
দৈবাদেশে রাজা দেশে
ফলান মর্জি ছদ্ম বেশে,
মিথ্যা কারিগরির শেষে
বন্ধ হলো সব প্রশিক্ষণ ।