পাশাপাশি দুজন বসে
অনুভূতির লেনদেন
হারিয়ে গেছে বহুদিন আগে ;
বিকেলের লম্বা রোদে
ছায়ার মাপন
স্মৃতি হয়ে ভাসে সীমাহীন সমূদ্রের জলে।
ঠুটে ঠুট আলতো পরশে
উষ্ণতার লেনদেন
ছাই ভষ্ম হয়ে বাতাসে ঊড়ে।
চিঠিপত্রের সেকাল একাল
বারতালাপের বিবরতন
তরঙ্গের কক্ষপথচূত হয়ে মহাশূন্যে ঘুড়ে।
এতটাই দীন -
এবেলা প্রেমের জীবনযাপন
যেন আটাত্তরের মনন্তর ;-
এক গাল হাসি অথবা
একটু বাঁকা চাহনও আজকাল
মহার্ঘ্য মধুরক্ষণ।