ধূলিকণায় আকাশ কালো
ধূলিসাৎ স্বপ্ন,
ধূলো ঝড়ে ধূয়ে গেছে
লক্ষ কোটির রত্ন,
ধুলো ঢেকে রেখেছে
স্নেহের আদর যত্ন,
ধূলোর পরতে ঢেকেছে
হাজার বছরের প্রত্ন ।
ধূলো মেখে ভাবে মত্ত
শ্রীচৈতন্যের ভক্ত,
ধূলোয় আছে লুকায়িত
ভক্তি প্রেমের তত্ত্ব ।
কণা কণা ধূলিকণায়
মহাদেশ শক্ত,
আনা আনা ষোল আনায়
চিন্তা ধারা পোক্ত ।

ধুল জমেছে কোথায় তোমার
তুমি কি তা জানো ,
পরখ করে দেখো আগে
ধূলে কালো কেনো ।
চোখের কোণে ধূল আছে কি ,
না কি, ধূল তোমার মনে !
এমনও তো হতে পারে
ধূল'গুলো দূর গগনে ।
ধূল জমে ধূলীধূসর হয়
নিটোল নির্ম্মল অঙ্গন,
ধূলায় মলিন হতেও পারে
তোমার স্বচ্ছ দর্পণ ।