প্রত্যাশার বুকে যখন লেখা থাকে তোমার নাম
প্রত্যয়ের গভীরে যখন হারিয়ে যায় মান সম্মান
কোমল মনের সজল দৃষ্টি
ঠোঁটের কোণে হাসি মিষ্টি
মনের সাদা ক্যানভাস রাঙিয়ে একরাশ বদনাম
অপেক্ষার ইতিহাস রচে ভেজা কন্ঠে বিরহের গান ।
প্রতিহতের সীমারেখা জরিপের খাতা ভুলে যখন
আকাশের দিকে হাত বাড়ায় বিস্তৃতি করে আপন
বিকেলের লম্বা ছায়াকৃতি
ঝাঁপি খোলে বিস্মৃত অনুভূতি
নৈসর্গিক যাপনের কাছে বিক্রি করে সস্তা অনুরণন
নিরীক্ষার অবসান ঘটায় কবিতায় শব্দের বিপণন ।
বিক্ষিপ্ত বিরোধের সামনে যখন রোধি ধারার নদী বয়
নির্বাক নিরোধহীন নিষ্পাপ প্রানের যদি মৃত্যু মিছিল হয়
প্রত্যাশার বুকে মরুভূমি এঁকে
বিদিশার কালোনিশা গায়ে মেখে
স্নিগ্ধ ভোরে তটভূমির বালুকাবেলায় হারিয়ে যেতে ইচ্ছে হয়
মোহের প্রতিরোধে ফিরে আসা বার বার, ভালবাসা দুর্জয় ।