লক্ষীর মা শোন তোমি কোথায় যাচ্ছ বল
কোথাও নেই একটু ছায়া কিংবা ঠান্ডা জলও ।
আকাশের মেঘ আকাশেতেই উড়ে উড়ে বেড়ায়
নদীর জল নদীতেই ভাসে স্রোতে স্রোতে যায় ।
শিমূল পলাশ পাবে কোথায়, কোথায় বসন্ত
এ দেশেতে নেই যে যৌবন, নেই লাল রক্ত ।
মানুষ কেমন মিইয়ে যাচ্ছে, ভুলে যাচ্ছে হাসি
মাটি যেন বন্ধ্যা মাঠে , পতিত রাশি রাশি ।
আকাশ হচ্ছে নিঠুর পাষান, কাদতে জানে না
বাতাস বিষে ভারী শ্মশান, শুধুই মায়ের কান্না ।
কান পেতে শোনে দেখো শব্দের ইথার তরঙ্গে
শুধুই মিথ্যার ফুলঝুরি আকাশ কুসুম সঙ্গে ।
লক্ষীর মা শোন তোমি কোথায় যাচ্ছ বল
আমার সাথে আমার দেশে একবার শুধু চল ।
সেইখানেতে চিরশান্তি, নিরাপদ নিশ্চিন্ত
খাদ্যের অভাব আছে বটে, অবিশ্বাস নেই অন্তত ।
হিংসা বিদ্বেষ যদিও বা থাকে কারো মনে
প্রকাশ করার সাহস নেই রাজার রাজগুনে ।
বর্ষা এলেই কদম ফুল ভাসে খালে বিলে
শীত হেমন্ত সবাই আসে আপন খেয়ালে ।
সেই দেশেতে রক্ত মানেই খুনোখুনি নয়
রক্ত দেয়া-নেয়াতেও উৎসব পালন হয় ।
নারী মানেই ভোগ্যপণ্য, দেহের ব্যবসা নয়
নারী হল মায়ের জাত, অর্দ্ধেক আকাশ ময় ।
এই দেশে কথা মানে শুধুই কথার কথা
ওই দেশেতে কথা মানে ইতিহাসে পাতা ।