আজকের সূর্যটাও গত কালের মতোই গোল
লাল থালার অগ্নিপিণ্ড রাঙ্গিয়েছে ভূগোল ,
আকাশের বুকে আঁকা মেঘের দেশে চাঁদ তারা
শিশিরের আঙিনায় জ্যোৎস্না বিলোয় অবিকল ।
সাগরের নীলে হাঙড়ের ভিড়ে অকুলের কূল
তোমার ঐ চোখ দুটো আজ আমার চক্ষুশূল,
হতাশার বুক চিরে এক ফালি রোদ দিশেহারা
মিশরের নীল নদে'র ইতিহাস রচে অবিরল ।
দিগন্ত ছূঁয়ে এসো মহাকাল, রেখে এসো ভুল
এযুগের কবিতায় বনলতা সেন অপূর্ব নিটোল,
নিরঙ্কুশ প্রেমের ধারায় অভ্যস্থ প্রজন্ম পাগলপারা
আঁধারের বুক চিরে আলো আনতে অবিচল ।