এক পৃথিবীর তিলোত্তমা
বড়-ই অসহায় অবলা,
ছিড়ে খুঁরে খায় ব্যঙ্গমা
কিছু-ই তাঁর হয়না বলা ।

এই পৃথিবী নিঠুর দানব
নিত্য চলে ছলা কলা,
যেথায় ঈশ্বর হয় মানব
যেথায় নারী দুর্বলা ।

এই জগতের নারীরা সব
নিপীড়িতা লাঞ্ছিতা,
কুসংস্কারের কলরব
নারীতে নারী বিভাজিতা ।

এক পৃথিবীর মনোরমা
মোটেই নয় নির্যাতিতা,
যেমন জ্বলজ্বল মহিমা
তেমনি উদার মহাত্মা ।

সেই পৃথিবীর নারীরা সব
সৎ নিষ্ঠিব অনুপমা,
ধর্মে কর্মে মহানুভব
সতী সাধ্বী নিরূপমা ।

এক পৃথিবী উল্টো ঘুড়ে
তান্ত্রিক স্বত্বা ভুলে,
পুরুষ মরে বেঘোরে
শান্তির ধ্বজা তুলে ।

এই পৃথিবীর এক কোণে
আস্থা বিশ্বাস ও ভরসা
সব কিছুতেই পুরুষ মানে
দেবতা এব্ং ভালোবাসা ।