কেউ ত্রিশূলে কনডম লাগায়
কেউ লাগায় বন্ধুকে,
কনডম যদি রোধক হয়, তবে
দাওনা লাগিয়ে চোখে মুখে ;
হবে না আর প্রতিবাদ, হবে না বিক্ষোভ আন্দোলন
গোল্লায় যাক সমাজ সভ্যতা,
অবনমন থাকুক বেঁচে ।
কনডম যদি লাগাতে হয়
লাগিয়ে দাওনা অহংকারে
অহংকার বেঁচে থাক অহংকারীর অন্তরে ,
পরিয়ে দাও কনডম খানা
সন্ত্রাসীর স্পন্দনে,
সন্ত্রাস পচে মরুক নৈতিকতার স্খলনে ।
এবার বোধহয় সময় হল
কনডম লাগানোর , উত্থিত পরাক্রমে
সুলভ কনডম লাগিয়ে দাও মূল্যস্ফীতির শিশ্নমূলে ।
লাখে লাখে কনডম তুলে দাও সেই শিশুটির হাতে
ঘরের লুকানো জন্মনিরোধক নিয়ে
অশ্লীলতার আবেশ ভুলে
যে শিশুটি খেলনা বানিয়ে খেলে ।