চর্চা থাকলে বসন্ত ভাঙ্গা ঘরেও আসে
কাক-কোকিলের তফাৎ বুজা যায় ।
চর্চার দুর্দন্ড প্রতাপ খরস্রোতে ভাসে
ইংলিশ চ্যানেল অনায়াসে পাড়ি দেয়া যায় ।
চর্চাতে মাঠ পোয়াতি হয় বারংবার
অনাবাদী হা-হুতাস রয় চিরকাল ।
চর্চায় নারী মোহময়ী প্রতিকী মা দুর্গার
নিষিদ্ধ গলির লাস্যময়ী নষ্টা ছেনাল ।
চর্চাতে মন শুদ্ধ, বৈজ্ঞানিক সাহিত্যিক
অনভ্যাসে বিদ্যা হ্রাস পণ্ডিত - গোমূর্খ ।
চর্চিত বিষয় পরিচিত, সাংবিধানিক
রহস্যাবৃত বিস্মৃত , স্মৃতির সুখ - দুঃখ ।