ইউটিউবার আলম বাবু নিলাম বাজার থেকে
তুলে আনলেন এক'শ ঝিনুক মুক্তো পাবেন বলে,
হাসছে ঝিনুক কাঁদছে ঝিনুক দুলছে ঝিনুক তালে তালে
ভাঙছে ঝিনুক আলম বাবু মুগুড় পেতে আঙিনাতে ।
ঝিনুকগুলো চিঁ চিঁ করে মরছে দেহের খোলস ভেঙে
মুক্তোর দেখা পেলেন না তো দেখছে মানুষ দলে দলে,
হাঁসের ভোজ দেখে কাক কাঁ কাঁ করছে মগডালে
চারটে ঝিনুক ফেলে দিলেন বিরক্তির শেষ পঙক্তিতে ।
টুকাই ছোঁড়া ঝিনুক ঘসে আম খাবে আম ছিলে
তাই কুড়িয়ে নিয়ে গেল পারলো আম এক ঢিলে
ঝিনুক ভেঙেই চোখ ছানাবড়া মুক্তো ভরা তাতে
আম খাওয়া তার হলনা আর পয়সা এলো হাতে ।
আলম বাবু মনের দুঃখে ভিডিওটা করলো শেয়ার
'শেষ পর্যন্ত দেখতে হবে চলতে পথে পথ চলার',
সেই ভিডিও মার্কেট পেলো হাজার হাজার ভিউয়ার
মুক্তো পাওয়ার স্বাদ না পেলেও পেল লক্ষ লক্ষ ডলার ।