জীবনের যুদ্ধ যখন অসীম সময় দিনরাত
মৃত্যুর মিছিলে দাড়িয়ে বেঁচে থাকার সংঘাত
তখন যুক্তি তর্ক বিশ্লেষন অপ্রাসঙ্গিক মনে হয়
তবুও কবিতার চাষ করতে হয় এড়াতে মৃত্যুভয়
কেননা পৃথিবী থেমে যায়নি
কেননা জীবনের মানে এখনো হারায়নি ...
চলছেতো ঘরে বসে ঈশ্বরে প্রণিপাত ।
হারান মাঝির উনুনে হাড়ি পাতেনি আজ
এবেলা খিচুরি দেবে ঐ পাড়ার সমাজ,
প্রতিটি সাঁজের বেলায় মনে হয় আগামীকাল
আরেকটা নতুন সুর্য নিয়ে আসবে সকাল,
আসেনা সকাল যায়না অকাল
ক্ষুদার রাজ্যে তুচ্ছ মহামারী-মহাকাল
কোনকালেই হারান'রা পেলো না স্বরাজ ।
আগামী পরশুদিন চৌধুরী বাড়ির ছোট নন্দন
পাঁচ বছর পূর্ণ করবে চলবে উৎসব অভিননন্দন
হলই বা লকডাউন জন্মদিন আসে না তো বারবার
নাই বা এলো স্বজন , নিজেদের আনন্দ দুর্বার
অথচ হারান মাঝির ঘরে
উনুন জ্বলেনা তিন দিন ধরে
সে খবর রাখার সময় আছে কার ! হারান আলসে বিলক্ষন ।