একটি ছেলে ক'দিন থেকে
ছিল আমার খুব প্রিয়,
যেমনি থাকে সব কিছুতে
তেমনি মুখশ্রীও ।
পরোপকার সমাজ সেবা
ছিল তার শখের খেলা,
সকল প্রকার পরিষেবা
সচল সাড়া বেলা ।
সেই ছেলেটি একদিন দেখি
ছিল রাস্তার উপর শুয়ে,
পথচারী হয়ে মুখোমুখি
হাসছে তাকে নিয়ে ।
যেই ছেলেটি সাড়া পাড়ায়
ছিল এতটা জনপ্রিয়,
সেই কি না আজ চৌরাস্তায়
মৃতপ্রায় অক্রিয় ।
অনেক খোঁজ তল্লাসে জানা
ছিল সে ঠিক ষোল আনা,
কৌটো নামের নেশায় কানা
আজ সে আবর্জনা ।
এমনি করে কি এই সমাজে
ছিল' একটা থাকবে পরে !
মানীরা মানের ভয়ে লাজে
এড়িয়ে বাঁচবে দূরে !