ছক কাটা পথ চলতে সহজ
ছকের মধ্যেই বাঁধা,
পিচ্ছিল পথে নাই বা গেলে
ছকে যখন বাঁধা ।
দেখতে হয় না দিগ - দিগন্ত
দেখা হয়না সন্ধ্যা,
চেনা পথ অচেনা অন্ত্য
সবই গোলক ধাঁধা ।
বর্ষা এলে বৃষ্টি ভেজ
গরমে হাঁসফাঁস,
শীতে কাঁপ ঠক ঠক
বসন্তে বিলাস ।
তুলতে গোলাপ ফুটলে কাঁটা
দূরে থাকা ই ভাল,
সামনে দেয়াল ও পাড় বিশাল
সবই আঁধার কালো ।
খাঁচায় পাখি দানা দাও
কথা বল আনন্দে,
বনের পাখি দামাল ছেলে
কবিতা পড় ছন্দে ।
পাবে যখন ঝাঁপিয়ে পর
নিঃস্বার্থে নীরব,
অন্যায় দেখলে শিষ্ট সাজ
দুর্বলে সরব ।