বসে বসে ছক কষে বাড়ি থেকে বেড়োনো
ঘষে ঘষে হাত ধুয়ে ভাইরাস তাড়ানো,
নাকে মুখে খিল এঁটে রাস্তায় চলাফেরা
একা একা থাকা ভাল নয় তাড়াহুড়া ।
পরিযায়ী তাচ্ছিলে তুচ্ছ পরিচয়
তবুও ঘরে ফেরা মরন করি জয়,
চৌদ্দ দিনের হাজত বাস চৌদ্দ গোষ্ঠী অচ্ছুৎ
ঘরে বসে খাও দাও , বন্দী প্রাণী অদ্ভুত ।
অর্থনীতি বুজলে বেশী অর্থাভাবে মরবে
দেশ নিয়ে ভেবো না বেশী দেশদ্রোহী হবে ,
যুদ্ধ যুদ্ধ স্বপ্ন দেখ সারাক্ষণ টিভিতে
করোনা শুধুই বিরাজে বিরোধীদের সভাতে ।
এই কুড়িতেই যত বিপদ ঝড় ঝঞ্ঝা পঙ্গপাল
লকডাউনে প্রকৃতি দেখাচ্ছে তার আপন খেয়াল,
ঈশ্বর ক'দিন রুদ্ধদ্বারে অর্ধাহারে অনাহারে
এখন যদিও দ্বারে দ্বারে তবুও নীরব একেবারে ।
সব কিছুই তো কৃত্রিম এখন কৃত্রিম ভালবাসা
কৃত্রিম ভাইরাস কৃত্রিম অভাব কৃত্রিম চিকিৎসা ।
ভার্চুয়ালে কৃত্রিম প্রেম কৃত্রিম তৃপ্তি আশা
অনলাইনে পড়াশুনা ঘরে বসে পেশা ।
কেউ কেউ লুটছে দেদার লক্ষ কোটি মিলিয়ন
তোমার আমার জন্যেই শুধু ছক বাঁধা জীবন ।
এই প্রজন্মের মহামারীর এত মহা রূপ !
অতি ভাগ্যে দেখা হল আতঙ্কের স্বরূপ ।