বউকে ঘরের দাসী ভেবে হম্বি তম্বি করি
অধস্তনকে ভৃত্য করে তার পিঠে চরি,
টাকার নেশায় সমাজ ভুলে টাকার পিছে ঘুরি
আস্থা নিষ্ঠা শিষ্টাচার পদ দলিত করি,
বেড়াজালের দায়-দায়িত্বে অসুস্থ ভান করি
ঋণের দোহাই দিয়ে সদাই অট্টালিকা গড়ি,
নিঃস্বার্থ বাক্ বিতন্ডায় বড়ই পরোপকারী
স্বার্থে আঘাত আসলে পরে মুখোশ ভেকধারী ,
খাতা কলমে প্রতিবাদে হুমড়ি খেয়ে পরি
আন্দোলনের কথা শোনলে খুঁজি পিছের সারি,
সঞ্চিত ধন গচ্ছা যায় পূজা পার্বণে রকমারি
বিনিয়েগে ছুঁৎমার্গ , হয় ব্যবসাতে ঝকমারি,
নীরব দর্শক, প্রেম, চিন্তন এবং কবিতা চয়ন
এইতো ছাপোষা বাঙালীর জীবনে অসহ্য যাপন ।।