আবার একটা যুদ্ধ শুরু, আবার একটা যজ্ঞ
খবরে খবরে ব্যাস্ত চ্যানেলে সব অজ্ঞ - বিজ্ঞ
কেউ বলছে ইনিই আবার, কেউ বলছে তিনি,
আবার কেউ এগিয়ে বলছেন এবারে 'উনি।
এ দেশটা যে বিরাট বড়, বিরাট গনতন্ত্র
দফায় দফায় ভোট হবে ব্যাস্ত শাসন যন্ত্র ;
পাড়ায় পাড়ায় মাইক, কন্ঠে কন্ঠে বসন্ত
রাজপথে নেই সকাল সন্ধ্যে মিছিল অবিশ্রান্ত,
মিথ্যার বেসাতি ভরা প্রতিশ্রুতির ফুলঝুরি
দেশপ্রেম দেশদ্রোহ জাত - ভাতের জারিজুরি।
বিশ্ববাসী চেয়ে আছে দেখা যাক কি হয়
গনতন্ত্রের বড় দেশে গনতন্ত্র কি কয়!
স্প্রিন্টার নিয়ে ব্যাস্ত কেউ, কেউবা প্রিন্টার নিয়ে
কাড়ি কাড়ি উড়ছে টাকা, ঢাকা মুখোশ দিয়ে।
এ'দল ও'দল দু-দল মিলে জোটের মহারণ
এ'দল ছেড়ে ও'দলে যায়, সে জয়ী আমরন।
সাত কাহন আর সীমিত নেই সাতে পাঁচে বার'তে
এ দেশে ভোটের লড়াই এখন বস্তি -কৃষি-ইমারতে।
প্রার্থী নিয়ে মান অভিমান দর কষে দর হাঁকে
পার্টি - নীতি - আদর্শ আজ নীরবে ঘোর বিপাকে।
বিকাশ পুরুষ শ্রীমান দাদা হাড্ডাহাড্ডি লড়ে
দিদির জোট বুয়া'র লুট ভোট কাটাকাটি করে।
সিংহাসন কম্পমান গনতন্ত্র ভূলুণ্ঠিত
জন সাধারণ বিপন্ন, প্রাণ ওষ্ঠাগত।