চাঁদের বুড়ি মনে করে পুরো চাঁদ'টাই বুজি তার
পৈত্রিক ভিটে-মাটি, স্মৃতির অহঙ্কার ।
ধরার বুকের কবির লেখায় আনন্দে আটখানা
"চাঁদের বুড়ি থুরথুরি" তাই আজও মরে না ।
পিথাগোরাস নেই তো এখন, গ্যালিলিও যুগ
চন্দ্র-কলা'র ছলাকলার নেই যে সুযোগ ।
মহাকাশের নীতির গতি প্রীতি বুজে না
বেরিকেন্দ্র ভাঙ্গবে যেদিন সেদিন থাকবে না ।
বুড়ি তোমি বুড়ি নও, তোমি চাঁদের কলঙ্ক
আমরা সবাই বুজে গেছি মরিচিকার আতঙ্ক ।
এখন চাঁদে বসত করে গবেষনার বিজ্ঞান
আর কত দিন রাখবে বল, মুর্খ - অজ্ঞান !