নাভি মূলের প্রখর স্রোত
এব্ং জরায়ূর পথে ঘাটে
রক্তস্নাত নূড়ি পাথরে ঠুং ঠাং

অথবা বরফ ঢাকা পাহাড় চূড়ার
সুর্যালোকের অবগাহন
অতঃপর সাতার , সাতার, সাতার
পিচ্ছিল পথ, দুর্গম পথ,
সুগম পথ, ফুলের রথ ইত্যাদি

একটা জীবন একটা মরনের বাইনারি ।

মধ্যিখানের নাট্যানুষ্ঠান
চলার পথের সঙ্গীত
নূড়ি পাথরের ঠুং ঠাং - উহ্য থাক
কিংবা পিয়তার কবিতায় থেকে থাক