এই ব্যথিত প্রহরে দাড়িয়ে আমার জিজ্ঞাসা
আমি'ই কি একা এই জন সমূদ্রে !
যার বুকের হাহাকার শোনে না কেউ
দাউ দাউ আগুনের দহন
কি দুরূহ বহন !
আমি'ই কি একা এই মহা সাগরে !
পিশাচের তারা খেয়ে
লাশ নিয়ে বসে থাকা
অসহায় মৃত্যুর দুয়ারে !
ইট পাথরের সভ্য সমাজে
নষ্ট লগ্নের ভিড়ে
এক মুঠো জ্যোৎস্নার মূল্য খুঁজে
চাঁদ তারা'দের দেশে
অশ্লীল সভ্যতার অসীম সোপান
বেঁয়ে উঠা দুষ্কর বুজতে পারি
আমি'ই কি একা !
আমি'ই কি একা এই মহান মহা বিশ্বে !
মৃত্যুর পরাকাষ্ঠা ডিঙ্গিয়ে
এক বুক আলিঙ্গনের অপেক্ষায়
মানবতার শেষ সীমানায় !
আর কত বেড়ী চাই !
মুক্তির স্বাদ আমার চেখে দেখা হয়নি কোনদিন,
মুক্তি দাও, মুক্তি
আমার এই একাকীত্বের লড়াই চলতে দেয়া যায় না বেশীদিন,
প্রেমের পরিণতি ভয়ঙ্কর হলে
প্রেম কে প্রেম বলা যায় না ।