আজকে আকাশ অনেক দুরে
যাচ্ছে সরে ধীরে ধীরে,
তপ্ত বাতাস বইছে জোরে
আসছে লু নদী তীরে ।
ভীষণ গরম দুনিয়া জুড়ে
হাঁসফাঁস রুদ্দোরে,
ক্ষিপ্ত হুতাশ চাষীর ঘরে
চাষবাস জির-জিরে ।
গাছপালা সব যাচ্ছে মরে
কাঠফাটা দুপুরে,
দৃপ্ত সুরুজ হুঙ্কার ছোড়ে
খোকাখুকি পুকুরে ।
পাখির ছানা ঝাপটে ডানা
খুঁজছে ছায়া নীড়ে,
ফকির কানা ভিক্ষুক জনা
মরছে পথে ভিড়ে ।
পাষাণ আকাশ পরবে ঝরে
আশায় ভর করে,
মানুষ চাতক বৃষ্টির ঘোরে
ঈশ্বর সৃষ্টি করে ।