আরো একটা খুলি বুঝি
ঢাকল ভারী তুষার পাতে,
আরো একটা খুলি বুঝি
উড়ল ভীষণ ঝড়, প্রপাতে।
পুলওয়ামা কাদছে নীরব
হাসছে মসনদ অট্টহাসি,
অভিনন্দন খাচ্ছে মার
জেনেভা চুক্তির বারমাসি।
এখন দেশের দেশহিতৈষী
সব নেতা সব মন্ত্রী-সান্ত্রী
বিশ্লেষণের মানেই দ্রোহী
না খেয়ে মর গরীব -দুঃখী।
ঢাকছে টাকায় গভীর শোক
বাড়ছে ঝোঁক, লুটছে ভোট,
যুদ্ধের জিগির বন্ধ হোক
বীর চল্লিশ তোমায় স্যালুট।