ঈশান কোণে মেঘ জমেছে
আকাশ কালোয় ছাওয়া,
সূর্যের আলো কমে গেছে
ঝির ঝিরে বয় হাওয়া ।

মেঘে মেঘে ঝগড়া করছে
গুড়গুড় ডাকে দেয়া,
পশু পাখিরা ঘরে ফিরছে
যায় না দেখা খেয়া ।

দুলছে নদী ফুলছে বারি
আছড়ে পরছে গাছপালা,
টলছে বাড়ি চলছে গাড়ি
বেসামাল সব মাঝিমাল্লা ।

ঝরছে আম পড়ছে জাম
কালবৈশাখীর মেলা,
মেঘ বৃষ্টির বৃথা দুর্নাম
ভাঙ্গা গড়ার খেলা ।

বছর ঘুরে আসবে ফিরে
নতুন স্বপ্ন নতুন আশা,
তাই পুরানো ভেঙ্গে চুরে
নতুন কুঁড়ির ভালোবাসা ।