বাশঝারে বাশ তো ছিলো
কিন্তু এত সুন্দর বেড়া!
অবাক করলে আমায় তুমি
নির্মানের মাধুর্যতায়।
যেমন সুন্দর কারুকাজ
তেমনি আবার কাজের কাজ ;
এপার থেকে যায়না দেখা
ওপারের সাজ - লাজ।
আলো বাতাস দুরের কথা
ভেদ করেনা টু- শব্দটা,
পার্টিশানের সাদামাটা
পাল্টেই দিলে মানেটা।
বিভেদ রেখা যায়না দেখা
ভেদাভেদের গ্যারাকলে,
আপন সব এমনিই পর
এই বাশের বেড়াজালে।
পাড়া পড়শি দেখব কি গো
যায়না দেখা ভাইয়ের বউ,
এই বাশ যে এমন বাশ
ছিলনাতো জানা,
জানলে কি আর এই বাশের বেড়া
হতো রচনা!!