আমার বিদেহী আত্মা যেদিন জাগ্রত হবে
ছিড়েখুড়ে খাবে সব প্রতারক,
পিষে পিষে খুঁজে মারবে সব খুনী
চেটেপুটে পেটে যাবে ধর্ষক ,
জোট বেধে দল করবে সব ঋণী ।
আমার বিদেহী আত্মা যেদিন জাগ্রত হবে
নরপিশাচের হাড়মাংস রেঁধে
ভুড়িভোজ হবে রোজ রোজই,
বিষাদের অথৈ সাগর থেকে
তুলে আনবে জয়মাল্য রজনী ।
আমার বিদেহী আত্মা যেদিন জাগ্রত হবে
দারিদ্রতার পরাকাষ্ঠা ছিঁড়ে
অসাম্যের বাঁধন দেবে কাটি,
দুঃশাসনের সিংহাসন কেড়ে
অসৎ সংহারিতে হবে ধূর্জটি ।
আমার বিদেহী আত্মা যেদিন জাগ্রত হবে
গুনে গুনে মোসাহেব খুঁজে
নিক্ষিপ্ত হবে চিতার আগুনে,
দিনে দিনে সব আজেবাজে
নিশ্চিহ্ন হবে নিষ্ঠার ভ্রূণে ।
অতএব আত্মাকে শান্তিতে থাকতে দাও
সুপ্ত দেহের হাড় পাঁজরের কারাগারে,
অযথা যুদ্ধ ঘোষণা মানে
প্রতিষ্ঠিত সভ্যতার বিলীন বেদনা ।