চৈত্রের মিষ্টি হাওয়ায় আবেশ মাখা সুন্দর সন্ধ্যা
মনে করিয়ে দিয়ে গেল, বসন্ত শেষ হয়নিকো
গাছে গাছে বসে আছে আগুন রঙা পলাশ ,
প্রকৃতির কোলে কোকিল গান গায় এখনও ।
সদ্য যাপিত বন্দি জীবনের বিচিত্র অভিজ্ঞতা
মালা গেঁথে রেখেছি কালের সাক্ষী করে
ব্যালকনিতে ঝোলানো পাতা বাহারি গাছটা
আজীবন সতেজ থাকে, বসন্ত কিবা হেমন্তে ।
আকাশের সীমারেখার জ্যামিতি কষতে
ছাদের কোনায় রোপিত গোলাপ চারা
পরিচর্য্যার অভাবে হয়ে আছে মৃতপ্রায়
যৌবনের মৌবনে বেমানান শ্রী হারা ।
আকাশে সীমানা বেয়ে ভেসে আসে গন্ধ
হাজার হাজার লাশের মিছিল হতে,
বেহিসেবী কলুষিত সংস্কৃতির দুর্গন্ধ
বসন্তের বুকে ছুড়ি মারে নানা প্রান্তে ।
যদিও আমার সন্ধ্যামালতী এখনও হাসে
রোজ সন্ধ্যায় তুলসী বেদীর পাশে,
মায়ের নিয়মিত শুচি শুভ্র ধুপ দীপে
গৃহবন্দী বাবার গভীর ধ্যান বিশ্বাসে ।