শ্রাবণের শেষ লগনে
মেঘের ঘটা মাঝ গগনে,
শেয়াল বিয়ের পার্বণে
রোদের খেলা মেঘলা দিনে ।
ব্যাঙ ডাকে ঘ্যাঙর ঘ্যাং
ভাসিয়ে দিয়ে দুটো ঠ্যাং
দল বেঁধেছে কই-চ্যাং
যেন কোন ডাকাত গ্যাং ।
শামুক ঝিনুক মনের সুখে
উঠান কোণে কাব্য লিখে
দোয়েল কোয়েল গায় মুখে
ময়ূর অশ্রু ফেলে চোখে ।
গাছের ডালে কাক-কাকিনি
কা কা করে গায় রাগিনী
ঢিবিতে পালায় উই বাহিনী
গোখরো খুঁজে অর্ধাঙ্গিনী ।
রাস্তায় রাস্তায় সারমেয়
কদম ফুল অপাংক্তেয়
কচুরিপানার অরূপ শ্রেয়
বর্ষাতি বর্ষায় প্রিয় ।