তুমি যখন বাজার থেকে ফেরার পথে
এক গুচ্ছ রজনীগন্ধা খোঁপায় গুঁজে
দেয়ার মতো করে,
তরলের গ্লাসে ভালবাসা মিশিয়ে
পরকীয়ার সংযত সংজ্ঞা বিষিয়ে
ঘামের ভোঁটকা গন্ধ নিয়ে গায়ে
ঘরে ফিরলে...
এদিক ওদিক দেখে গোপনের ভঙ্গিতে
উর্বর জমিখানায় চাষ দিতে দিতে
বীজ পুতে ...পরিচর্যা করেছিলে ;
আজ সে...
পরিনত, পোয়াতী, ফসল পেটে ।
নেই কোন চাহিদার প্রকারভেদে
হিংসা, লাঞ্ছনা, নির্যাতন অথবা
জঠরের বিচরন অতি মনোরম
ছেলে কিংবা মেয়ে ।
অঙ্কুরিত হতেই যেন নিদ্রাভঙ্গ
রাজকীয় সাধ স্বর্গ আরোহণ
ধনুর্ভঙ্গ পণ পুত্রের তর্পণ
জন্ম বৃথা নইলে ।
পৌরুষেয় কালিমায় আমার রাঙা পিঠ
লালসার গৌর বে বহতা ক্ষীর কীট
কন্যা কোমল পরশে প্রতিদিন মরে,
যান্ত্রিক অভিজাত, ঘরে অভিসম্পাত
চেয়ে থাকে ফ্যালফ্যালিয়ে ।